<p>মাধবকুণ্ড ঝর্ণা</p> <p>মাধবকুন্ড ইকো পার্কটি সিলেটের মৌলভীবাজার জেলার অন্তর্গত মাধবকুন্ডে অবস্থিত। পার্কটির আয়তন ২৬৭ একর। এটি মাধবকুন্ড জলপ্রপাত এবং সংলগ্ন জীববৈচিত্র্য রক্ষার জন্য ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় ২০০ ফুট (৬১ মিটার) উঁচু মাধবকুণ্ড জলপ্রপাত এই ইকো পার্কের প্রধান আকর্ষণ। খাসিয়াদের আদিবাসী সম্প্রদায় গ্রামে বাস করে এবং বনে কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে।বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক জলপ্রপাতটি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন। বিভিন্ন আকারের পাথর, কাছাকাছি বন এবং অবিরাম জলপ্রপাত পর্যটকদের খুব আকর্ষণ করে। আপনি যখন মাধবকুণ্ডে পৌঁছাবেন, তখন ২০০ ফুট উঁচু জলের প্রবাহ এবং বিশাল পাথরের খণ্ড আপনাকে মুগ্ধ করবে নিঃসন্দেহে।মূল জলপ্রপাতের বাম পাশে ২০০ গজেরও বেশি দূরে পরীকুণ্ড নামে একটি জলপ্রপাত রয়েছে। সেখান থেকেও অবিরাম পানি পড়ছে।এই মাধবকুণ্ড জলপ্রপাতটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জায়গা হলেও এতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ফলে জলপ্রপাতের চূড়ায় পৌঁছানোর সময় বা লেকে সাঁতার কাটতে হলে সবাইকে সতর্ক থাকতে হবে। যদি কেউ সাঁতার না জানে তবে তার জলপ্রপাতের কাছে যাওয়া উচিত নয়। তবে সবুজ প্রাকৃতিক পরিবেশ ও জলপ্রপাতের ছোঁয়া পেতে প্রতিদিনই মানুষ এখানে আসেন।এই প্রাকৃতিক আকর্ষণ ছাড়াও মৌলভীবাজারে তালিকাভুক্ত আরও নয়টি প্রকৃতির আকর্ষণ রয়েছে। এছাড়াও অন্যান্য বিভাগে এই জেলায় তালিকাভুক্ত পাঁচটি আকর্ষণ রয়েছে। উপরের মানচিত্রে আপনি মাধবকুন্ড ইকো পার্কের সঠিক অবস্থানটি পাবেন।</p> <p>&nbsp;</p>