<p><strong>পাংতুমাই</strong>&nbsp;সিলেট জেলার&nbsp;গোয়াইনঘাট উপজেলার&nbsp;পশ্চিম&nbsp;জাফলং&nbsp;ইউনিয়নে&nbsp;অবস্থিত একটি&nbsp;গ্রাম।প্রতিবেশী&nbsp;ভারতের&nbsp;মেঘালয়ের&nbsp;গহীন অরণ্যের কোল ঘেঁষে&nbsp;বাংলাদেশের&nbsp;বুকে নেমে এসেছে অপরূপ সুন্দর এক ঝরনাধারা।ঝরনাটি প্রতিবেশী দেশ&nbsp;ভারতের&nbsp;মধ্যে পড়লেও&nbsp;পিয়াইন নদীর&nbsp;পাড়ে দাঁড়িয়ে খুব কাছ থেকে উপভোগ করা যায় একে। সীমান্তের কাছাকাছি না গিয়েও ঝরনাটির সৌন্দর্য উপভোগ করা যায়। ঝরনাটির স্থানীয় নাম ফাটাছড়ির ঝরনা। কেউ কেউ একে ডাকেন বড়হিল ঝরনা বলে। পান্তুমাই গ্রামকে যদিও অনেকে&nbsp;<strong>&ldquo;পাংথুমাই&rdquo;</strong>&nbsp;বলে ডাকে কিন্তু এর সঠিক উচ্চারণ&nbsp;<strong>&ldquo;পান্তুমাই&rdquo;</strong>&nbsp;। এটি জাফলং থেকে প্রায় ২০-২৫ কিমি দূরে। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের নিচে, একেবারে সীমান্ত ঘেঁষা এই গ্রামটির অবস্থান। মেঘালয় রাজ্যের সারি সারি পাহাড়, ঝর্ণা, ঝর্ণা থেকে বয়ে আসা পানির স্রোতধারা, আর দিগন্ত বিস্তৃত চারণভূমি দেখা যায় এই গ্রামটি থেকে। স্থানীয়রা ঝরনাটিকে ফাটাছড়ির ঝরনা বা বড়হিল ঝরনাও বলেন।পাহাড় ঘেঁষা আঁকাবাঁকা রাস্তা। পাহাড়ি গুহা থেকে হরিণীর মতোই লীলায়িত উচ্ছল ভঙ্গিমায় চলা ঝরনার জলরাশি। গাঁয়ের মেঠো পথ, বাঁশ বাগান, হাঁটু জলের নদী পার হয়ে প্রতাপ্পুর গ্রাম। এর পরের গ্রাম পান্তুমাই।</p>