৩ মার্চ ২০১৬ সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর কনফারেন্স হলে এসএমসিসিআই এর সভাপতি ড. তৌফিক রহমান চৌধুরী এর সভাপতিত্বে বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্পায়নে,কারিগরি ও প্রযুক্তি শিক্ষার ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব অধ্যাপক ড.মো: আমিনুল হক ভুইয়া । সভায় স্বাগত বক্তব্য রাখেন এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি হাসিন আহমদ। মূল প্রবন্ধ পাঠ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্যে এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি হাসিন আহমদ বলেন বর্তমান সরকারের ভিশন ২০২১ কে সফল করে বাংলাদেশকে ২০৩০ এর সম্ভাবনার স্বর্ণদুয়ারে পৌছাতে বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্পায়নে, কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেয়া অনেক জরুরী। তিনি বলেন বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর সহায়তায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) কার্যকরী ভুমিকা রাখতে চায়। সভাপতি ড. তৌফিক রহমান চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয় আজকের আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকল সম্মানীত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।