২৩ অক্টোবর,২০২১ইং তারিখ সিলেট সফররত ঢাকায় নিযুক্ত তুরষ্কের রাষ্ট্রদুত জনাব মোস্তফা ওসমান তুরান এর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সহিত সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর সাবেক সভাপতি জনাব হাসিন আহমদ ও পরিচালক জনাব মোয়াম্মীর হোসেন চৌধুরী এর এক সৌজন্য সাক্ষাৎকার অনুষ্টিত হয়। সফরকারী প্রতিনিধি দলের সহিত তুরষ্কে রাষ্ট্রদুতের সফরসঙ্গী হিসাবে ছিলেন চট্টগ্রামে তুরস্কের অনারারি কনসাল জেনারেল জনাব সালাউদ্দিন কাশেম খান, এবং তুর্কি করপোরেশন এন্ড কো-অর্ডিনেশন এজেন্সির ডেপুটি কো-অর্ডিনেটর জনাব আহমেদ ফারুক মুস্তাকোগলু। এসময় সফরকারী রাষ্ট্রদুতকে সম্মাণনা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান এসএমসিসিআই এর প্রাক্তন সভাপতি জনাব হাসিন আহমদ ও পরিচালক জনাব মোয়াম্মীর হোসেন চৌধুরী। সফরকারী দলের সকল সদস্যদের হাতে এসএমসিসিআই এর পক্ষ থেকে সম্মাণনা উপহার প্রদান করা হয়।এসময় তারা সিলেটে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় ব্যবসার সুযোগ নিয়ে আলোচনা করেন। তুরষ্কের রাষ্ট্রদুত মি: তুরান বলেন, সিলেটের পরিবেশ খুবই সুন্দর এবং ব্যবসাবান্ধব । সিলেটে বিনিয়োগকারীদের জন্য সব সম্পদ এবং বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। তারা খুব নিকট ভবিষ্যতে আরো ডিলিগেট এবং বিনিয়োগকারীদের সাথে সিলেট ভ্রমণের আশ্বাস দিয়েছেন। এসএমসিসিআই পরিচালকগণ সিলেট সফরের জন্য রাষ্ট্রদূত ও তার প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।