১৬ জানুয়ারী,২০২৪ইং তারিখ রোজ মঙ্গলবার এসএমসিসিআই এর কনফারেন্স হলে এসএমসিসিআই এর প্রতিষ্টাতা পরিচালক জনাব শফিউল আলম চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-০২ সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এসএমসিসিআই এর পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী।সভায় সভাপতিত্ব করেন এসএমসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল জব্বার জলিল। সভা পরিচালনা করেন এসএমসিসিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন। কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রেড ভেজিটেবল মা্েকটের সহসভাপতি জনাব মো: কয়ছর আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন এসএমসিসিআই এর প্রতিষ্টাতা সহসভাপতি, প্রাক্তন সভাপতি জনাব হাসিন আহমদ। বিশেষ অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যান পরিষদের সভাপতি জনাব হাজী আতিকুর রহমান, সাধারণ সম্পাদক জনাব আব্দুল আহাদ, মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যান পরিষদের সভাপতি এসএমসিসিআই এর পরিচালক জনাব আব্দুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক জনাব মো: নাজমুল হক। দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি এসএমসিসিআই এর প্রতিষ্টাতা পরিচালক জনাব তাহমিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মাহী উদ্দিন আহমদ সেলিম, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান জনাব আশফাক আহমদ। প্রধান অতিথির বক্ত্যবে মাননীয় সিটি মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কে ধন্যবাদ জানান। তিনি বলেন আগামী ১ মাসের মধ্যে সিলেটের রাস্তা-ঘাট হকার্স মুক্ত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা চলছে। এই সমস্যা ছাড়াও নগরীর সার্বিক উন্নয়নে আমি সকল মহলের সহযোগিতা কামনা করেন। সভায় সংবর্ধিত অতিথির বক্ত্যবে জনাব শফিউল আলম চৌধুরী,এমপি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ব্যবসা বান্ধব সরকার। সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে ব্যবসায়ীদেরকে সঠিকভাবে ব্যবসা পরিচালনা উচিৎ। দেশের মানুষের আশা ভরসার স্থল হচ্ছেন ব্যবসায়ীরা। তাদেরকে মানুষের কল্যাণের কথা বিবেচনায় রেখে ব্যবসা করতে হবে। যারা সিন্ডিকেট করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন তাদেরকে সমুচিত জবাব দেয়া হবে। তিনি আরো বলেন, সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের উচিৎ সরকারকে সার্বিকভাবে সহায়তা করা। এতে দেশ আরো এগিয়ে যাবে। বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।তিনি সকলের সুস্বাস্থ্য ও ব্যবসায়ীক সফলতা কামনা করেন। সভাপতির বক্তব্যে জনাব আব্দুল জব্বার জলিল সাহেব, আজকের সংবর্ধনা সভাকে সফল করার জন্য সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। আজকের সভায় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত হওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানান। তিনি দি সিলেট চেম্বার ও উইমেন্স চেম্বার অব কমার্স এর পরিচালনা পর্ষদ এবং এসএমসিসিআই এর পরিচালক ও সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান। সভায় সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথিকে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স,দি সিলেট চেম্বার অব কমার্স, উইমেন্স চেম্বার অব কমার্স, সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ, সিলেট রিয়েল এস্টেট এন্ড এ্যাপার্টমেন্ট গ্রুপ(সারেগ),সিকে ইন্ডাস্ট্রিজ, এসএমসিসিআই এর সদস্য মোহাম্মদ তোফাজ্জল হোসেন,এফসিএ,সিএমসি চার্টার্ড একাউন্টেন্ট ,খোয়জ রহীম সবুজ, বাবুল সিদ্দিকি, ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেল, কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শিপন খাঁন, প্রবাসী ব্যবসায়ী নেতা মানিক মিয়া ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেন। সভায় এসএমসিসিআই এর সদস্য জনাব মাহী উদ্দিন আহমদ সেলিম সিআইপি মর্যাদা লাভ করায় এবং জনাব রটারিয়ান এএইচএম ফয়ছল আহমদ রোটারি-০৩২৮২,বাংলাদেশ,ডিস্ট্রিক গভর্ণর ২০২৪-২৫ নির্বাচিত হওয়ায় এসএমসিসিআই এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উক্ত সংবর্ধনা অনুষ্টানে সিলেটের বিভিন্ন মার্কেট এসোসিয়েশন, জেলা ও মহানগরের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি, মহিলা উদ্যোগতা ও দি সিলেট চেম্বার, উইমেন্স চেম্বার ও এসএমসিসিআই এর পরিচালক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।